সন্তানের অহেতুক বায়না সামলাবেন যেভাবে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১২:০৪
ছোট হোক বা বড়, ছেলেমেয়ের নানা সময় বায়না সামলাতে সব মা-বাবাকেই হিমশিম খেতে হয়। হয়তো সেটা মেটানোর এখন আপনার সম্ভব না। মাঝে মাঝে বকাঝকা করেন আবার আদর দিয়েও ভুলানো যায়।
তবে সন্তানদের বকাঝকা বেশি না করাই ভালো। কেননা এতে ছোট্ট শিশুটির মনে অভিমান জমে ওঠে। আবার অন্যদিকে আদর করে বায়নার জিনিসটা দিতেও দ্বিধা হয়। কারণ এতেও শিশুটি জেদি হয়ে যায়। শিশুর সঙ্গে কীভাবে ব্যবহার করলে এই দুটো ব্যাপারকেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন জানেন কি?