ভিড় সামলাতে ভরসা কেসি নাগের সেই অঙ্ক

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ০৯:২৯

হাতিবাগান সর্বজনীন ও কলেজ স্কোয়ার। করোনাকালে দু'টি সর্বজনীনেরই সংগঠকদের লক্ষ্য হল, প্রবেশের তুলনায় দর্শনার্থীদের প্রস্থানের উপর বেশি গুরুত্ব দিয়ে, নজরদারি রেখে মণ্ডপে শারীরিক দূরত্ব বিধি নিশ্চিত করা।

দু'টি পুজোরই জৌলুস এ বার অন্যান্য বছরের তুলনায় অনেকটা কম। তবে যুগ যুগ ধরে কুড়ানো সুনামের কারণে দর্শনার্থী বেশি হবে বলে উদ্যোক্তারা ধরেই নিচ্ছেন। সেই জন্যই ভিড় নিয়ন্ত্রণের কথা তাঁদের মাথায় রাখতে হচ্ছে। আর এখানেই চলে আসছে কেসি নাগের অঙ্ক। কোনও একটি নির্দিষ্ট সময়ে মণ্ডপে যত মানুষ ঢুকবেন, তখন তার চেয়ে বেশি সংখ্যক মানুষের মণ্ডপ ছাড়ার ব্যবস্থা তাঁরা পাকা করেছেন, এমনটাই ওই দু'টি পুজোর সংগঠকদের বক্তব্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও