মানিয়ে যাবে ডুরে নকশায়

প্রথম আলো প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ০৯:০০

ডুরে ক্যাজুয়াল পোশাকের জন্য আদর্শ। পাঞ্জাবি, কামিজ, স্কার্ট—স্ট্রাইপের নকশা ব্যবহার করা হয় সব পোশাকেই। স্ট্রাইপের সঙ্গে সুতার কাজ, কাটওয়ার্ক বা এথনিক নকশা জুড়ে দেওয়া হচ্ছে। ভিন্নতা আনতে এক পোশাকের মধ্যেই লম্বা ও আড়াআড়ি স্ট্রাইপ একটির সঙ্গে আরেকটি জুড়ে দিচ্ছেন ডিজাইনাররা।

স্ট্রাইপড পোশাক পরতে পারবেন যেকোনো শারীরিক কাঠামোর মানুষই। পরিষ্কার, পরিচ্ছন্ন ও স্টাইলিশ—স্ট্রাইপের নকশাটাই এমন। স্ট্রাইপ দিয়ে খুব সাহসী স্টাইল তৈরি করা যায়। পাশাপাশি পুরো পোশাকের মধ্যে নিয়ে আসা সম্ভব নমনীয় ভাবও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও