![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F10%2F17%2Fgonoforum.jpg%3Fitok%3DvSEjHkYs)
গণফোরাম থেকে মন্টু, সাইয়িদসহ ৮ জনকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মোস্তাফা মোহসীন মন্টু, অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ আট নেতাকে বহিষ্কার করেছে গণফোরাম।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক সভায় এই বহিষ্কারের কথা ঘোষণা করা হয়।