![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F6ce2ba02-fa93-496a-a722-7f0ae8f64759%252Feditorial_online____nari_2.jpg%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
যৌতুক না পেয়ে গৃহবধূর চুল কেটে নেওয়ার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় যৌতুক না পেয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ি এক গৃহবধূকে নির্যাতন করে তাঁর চুল কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হওয়া মামলায় গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ওই গৃহবধূর নাম চাঁদনি খাতুন (২৪)। তিনি পিয়নপাড়া গ্রামের রবিউল ইসলামের (৩৫) স্ত্রী। গ্রেপ্তার নারী হলেন রবিউলের মা জইলী বেগম (৫৫)।