থাইল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত থাকায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। বিক্ষোভে নেতারা জানায়,শনিবার বিক্ষোভের জন্য তারা আরও শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী প্রয়ূথের নেতৃত্বাধীন থাইল্যান্ড সরকার নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চার জনের বেশি লোকের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির পর থেকে এখন পর্যন্ত ৬০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।