![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/10/17/image-191622-1602916327.jpg)
শ্যালক ও দুলাভাইসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ইত্তেফাক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ১২:২৯
গোপালগঞ্জে শুক্রবার বিকেলে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। এদিকে, চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ঘাগড়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
গোপালগঞ্জ: পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। তারা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের লুৎফর রহমান শেখের ছেলে আমিন শেখ (২০) ও তার দুলাভাই ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দিগনগর গ্রামের ইছাক শেখের ছেলে আবু সাঈদ শেখ (২৩)।