১৭ বছর তিন মাস ২২ দিন বয়সে পর্তুগীজ মিডফিল্ডার ডেকোর বদলে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। জার্সি নম্বর ছিল ৩০। কাতালান ডার্বিতে প্রতিপক্ষ ছিল স্পানিওল। কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের এমন সিদ্ধান্ত যে পরবর্তীতে বিশ্ব ফুটবলে এতটা প্রভাব ফেলবে সেটা কার জানা ছিল?
২০০৪ সালের ১৬ অক্টোবর ম্যাচের ৮৩তম মিনিটে মাঠে নামেন লা মাসিয়া থেকে দীক্ষা পাওয়া তরুণ এই আর্জেন্টাইন। দীর্ঘ ১৬ বছরে বার্সেলোনার জার্সিতে ৭৩৪ টি ম্যাচ খেলেছেন। গোলের সংখ্যা ৬৩৪টি। ব্যক্তিগত আর দলগতভাবে ট্রফির সংখ্যা ৫৩টি।
বার্সার হয়ে ছয়টা ব্যালন ডি’ অর, সমান সংখ্যক গোল্ডেন বুট, সাতটা পিচিচি ট্রফি ও চারটা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন লিটল ম্যাজিশিয়ান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.