You have reached your daily news limit

Please log in to continue


ধর্ষণকাণ্ডের কাটা-ছেঁড়া

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে অধ্যাদেশ হওয়ার একদিন পর ধর্ষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ এ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা, সমসাময়িককালে সামাজিক এই ব্যাধির প্রকোপ বেড়ে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘ইদানীং ধর্ষণটা ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচারও হচ্ছে। এটার যত বেশি প্রচার হয়, প্রাদুর্ভাবটাও তত বাড়ে।’ প্রধানমন্ত্রীর এ কথাটি ঠিক যে, আগের চেয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক সক্রিয়তায়, নারীদের সচেতনতায় ধর্ষণের রিপোর্ট ও মামলা বেশি হচ্ছে। কিন্তু ধর্ষণ যে বাড়ছে, এটি যে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে সে নিয়ে কারও দ্বিমত আছে বলে মনে করছি না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন