পুনরুজ্জীবন প্রকল্পের অঙ্গ হিসেবে ৪জি স্পেকট্রাম দেওয়ার আশ্বাসের বছর ঘুরতে দিন সাতেক বাকি। কিন্তু এখনও সেই স্পেকট্রাম মেলেনি। তাই খাস কলকাতায় আগে ৪জি পরিষেবা চালুর যে পরিকল্পনা বিএসএনএলের ছিল, তা থমকে গিয়েছে। বদলে আপাতত ৩জি স্পেকট্রাম দিয়েই কলকাতা সংলগ্ন শহরতলির কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে ৪জি চালু করতে চাইছে সংস্থাটির কলকাতা শাখা, ক্যালকাটা টেলিফোন্স (ক্যাল-টেল)। সংস্থা সূত্রের খবর, সব ঠিকঠাক চললে এ মাসেই পরিষেবা চালু হবে।
শুক্রবার ক্যাল-টেলের সিজিএম বিশ্বজিৎ পাল জানান, কলকাতার মতো এলাকায় যেখানে টাওয়ারের ঘনত্ব বেশি, সেখানে ৩জি স্পেকট্রাম দিয়ে ৪জি চালুর প্রযুক্তিগত সমস্যা আছে। তাই এ মাসে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ার কিছু অঞ্চলে ১০৭টি ৪জি টাওয়ার বসানো হচ্ছে। স্পেকট্রাম না-মেলা পর্যন্ত এ ভাবেই আংশিক পরিষেবা দেওয়া ছাড়া উপায় নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.