নিজের সঙ্গে লড়াই সোহানের

বিডি নিউজ ২৪ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ২০:৫৫

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক চার বছর আগে, শেষ খেলেছেন দুই বছরের বেশি হলো। সুযোগ পেয়েও ধরে রাখতে পারেননি জায়গা। আক্ষেপ থাকলেও নুরুল হাসান সোহানের লড়াই এখন কেবল নিজের সঙ্গে। এই কিপার-ব্যাটসম্যান জানিয়েছেন, প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য থাকে তার।

করোনাভাইরাসের প্রকোপে সেই মার্চ থেকে বন্ধ দেশের ঘরোয়া ক্রিকেট। কদিন আগে আশা জাগিয়েও স্থগিত হয়ে গেছে শ্রীলঙ্কা সফর। সোহানের জন্য অবশ্য এই সফরে খেলার সম্ভাবনা ছিল সামান্যই। ঢাকা লিগ বা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটই এখন তার নিজেকে প্রমাণ করার মঞ্চ। কিন্তু সেগুলোও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।

ক্রিকেটারদের মাঠে ফেরাতে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ নামে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। সেখানে মাহমুদউল্লাহ একাদশের হয়ে খেলছেন সোহান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও