You have reached your daily news limit

Please log in to continue


মাইক ধরার আগেই ভেঙে পড়ল লালুর বেয়াইমশাইয়ের মঞ্চ

নির্বাচনের মরসুমে মঞ্চ ভাঙার ঘটনা প্রায়ই দেখা যায়। বৃহস্পতিবার বিহারে সারণ জেলায় এমন একটি মঞ্চ ভেঙে বেশ কয়েক জন আহত হয়েছেন। মঞ্চটি ছিল জনতা দল ইউনাইটেডের নেতা চন্দ্রিকা রাইয়ের নির্বাচনী প্রচার সভার। মঞ্চে নেতা কর্মীদের অতিরিক্ত ভিড়ের কারণেই সেটি ভেঙে পড়ে। গোটা ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায়। চন্দ্রিকা ১৯৮৫ সাল থেকে বিহারের পরসা বিধানসভা কেন্দ্রে থেকে বেশ কয়েক বার জিতেছেন। আরজেডির মন্ত্রী ছিলেন তিনি। চন্দ্রিকা এখন সম্পর্কে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদের বেয়াই। ২০১৮ সালে চন্দ্রিকার মেয়ের সঙ্গে লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপের বিয়ে হয়। এই বছর অগস্টে তিনি আরজেডি ছেড়ে জনতা দল ইউনাইটেডে যোগ দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন