You have reached your daily news limit

Please log in to continue


শাহজালালে সৌদিগামী পোশাকের চালানে ৩৯ হাজার ইয়াবা

তৈরি পোশাকের একটি চালান থেকে ৩৯ হাজার ইয়াবা ধরেছে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস এবং এভিয়েশন সিকিউরিটি কর্তৃপক্ষ। শুক্রবার সকালে সোয়েটারের তিনটি কার্টন থেকে ইয়াবাগুলো পাওয়া যায় বলে কাস্টমসের ডেপুটি কমিশনার সানোয়ারুল কবীর জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ থেকে সৌদি আরবে আপারিজ ইন্টান্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের পোশাক রপ্তানি করা হচ্ছিল। এসএস ইয়াম অ্যান্ড সমি নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ৪৩৯টি কার্টনে এসব পোশাক পাঠাচ্ছিল।” ৪৩৯টি কার্টনের তিনটিতে সোয়েটারের পকেটে ইয়াবার প্যাকেটগুলো পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, “গত বৃহস্পতিবার রাত ৯টার পর এগুলো বিমানবন্দরের গুদামে আসে। পরে এভিয়েশন সিকিউরিটি কর্তৃপক্ষের এসব রপ্তানি পণ্যের ব্যাপারে সন্দেহ হলে কাস্টমসের সহায়তায় কার্টনগুলোতে তল্লাশী চালানো হয়। এর মধ্যে তিনটি কার্টনে ইয়াবা পাওয়া যায়।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন