হত্যার পর ফোনে লাশ নিয়ে যেতে বলে হত্যাকারীরা

ডেইলি বাংলাদেশ সাভার প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৫:২৯

ঢাকার সাভারে এক হোটেল ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়জন কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা জেলার এসআই সালে ইমরান।
গত ৬ অক্টোবর ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পার্কের সামনে থেকে মিরপুরের হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম লস্করের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পরে নিহতের স্ত্রী হাফিজা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন। পরে মামলাটির তদন্তভার পায় ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই তদন্ত করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আশুলিয়া ও ঢাকার যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া নয় ডাকাতকে আটক করে। এ সময় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ও একটি যাত্রীবাহী বাস উদ্ধার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও