কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পুরস্কার পেলেন প্রথম বাংলাদেশি ওমর ফারুকী

জাগো নিউজ ২৪ সিঙ্গাপুর প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৫:২৯

সিঙ্গাপুরে ভালো কাজের সম্মানস্বরূপ ‘প্রেসিডেন্টস ভলান্টিয়ারিজম অ্যান্ড ফিনালথ্রপি’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশি ওমর ফারুকী শিপন। আজ রাষ্ট্রপতির ভবনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি হালিমা ইয়াকোবের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। তিনি ‘পিপলস অব গুড’-এ মনোনীত হয়ে এই পুরস্কার গ্রহণ করেন।

জানা গেছে, সিঙ্গাপুরে প্রতিবছর ভালো কাজে সম্মান দেখিয়ে রাষ্ট্রপতির সর্বোচ্চ পুরস্কার প্রদান করা হয়। তবে, এ বছর চারটি পর্যায়ে সর্বমোট তিরিশ জনকে এই পুরস্কার দেয়া হয়।

‘পিপলস অব গুড’ ‘অর্গানাইজেশনস অব গুড’ ‘লিডারস অব গুড’ ও ‘স্পেশিয়াল কম্যান্ডেশন’। পিপলস অব গুড-এ ৫ জন, অর্গানাইজেশনস অব গুড-এ ৯ জন, লিডারস অব গুড-এ ৭ জনকে এই পুরস্কার দেওয়া হয়। বাকি ৯ জনকে ‘স্পেশিয়াল কম্যান্ডেশন’-এ ভালো কাজের সম্মানস্বরূপ দেওয়া হয় রাষ্ট্রপতির বিশেষ পুরস্কার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও