![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fb6ba8680-e570-4be7-b784-a9a95384881d%252FA_man_with_an_Inguinal_Hernia.png%3Foverlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
হার্নিয়ার চিকিৎসায় উদাসীনতা নয়
প্রথম আলো
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৫:০০
হার্নিয়া থাকলেই যে সবার উপসর্গ থাকবে তা নয়, বিশেষ করে ছোট হার্নিয়ার ক্ষেত্রে। আপনার কোনো নির্দিষ্ট উপসর্গ থাকুক বা না থাকুক, হার্নিয়া আপনার কাজে বা অবসরে যেকোনো সময় ব্যাঘাত ঘটাতে পারে। উপসর্গগুলোর মধ্যে সচরাচর ব্যথাই প্রধান। এ ছাড়া
পেটে বা কুঁচকিতে ভারী ভাব অনুভূত হতে পারে। আপনার যদি হার্নিয়ার কারণে নির্দিষ্ট উপসর্গ থেকে থাকে, বিশেষ করে ব্যথা থাকে, তবে সার্জন আপনাকে অপারেশন করতে বলবেন। যদি কোনো উপসর্গ না থাকে, তবে সার্জন হয়তো আপনাকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের কথা বলবেন।
- ট্যাগ:
- লাইফ
- ক্ষতিকর
- হার্নিয়া
- রোগের উপসর্গ