সাইপ্রাসে বিশ্বসংস্কৃতির শান্তির নীড়
ভূমধ্যসাগরের দ্বীপ সাইপ্রাসে এক শিল্পী অভিনব এক প্রকল্প গড়ে তুলেছেন৷ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা প্রাকৃতিক উপকরণের দৌলতে সেই জগত ধীরে ধীরে বিকশিত হচ্ছে৷ নির্মাণ শৈলির প্রেরণাও সেই প্রকৃতিই৷
সাইপ্রাস দ্বীপে গাছপালার মাঝে যেন রঙিন এক মরুদ্যান৷ সঙ্গে শিল্পের সমারোহ৷ জায়গাটিকে যে আসলে জঞ্জালের স্তূপ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা বোঝা কঠিন৷ তার বদলে শিল্পী ও ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে আন্টস মিরিয়ান্টুস পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে সেখানে অভিনব এক স্থাপত্য সৃষ্টি করেছেন৷ তিনি বলেন, ‘‘প্রথমে শুধু সৃষ্টির তাড়না ও নিজের মনোরঞ্জনের জন্য এটা করেছিলাম৷ তারপর মানুষের চাহিদা মেনে সবার জন্য খুলে দিলাম৷''
কারণ আচমকা কৌতূহলী মানুষের ভিড় বাড়তে লাগলো৷ এমনকি অনেকে প্রাচীর টপকে ব্যক্তিগত এই স্বপ্নের জগত দেখার চেষ্টা করছিল৷ তাই এখন আগে থেকে অনুরোধ করলে ‘ইউফোরিয়া আর্ট ল্যান্ড' প্রকল্প ঘুরে দেখা সম্ভব৷ গোটা বিশ্ব ঘুরে আন্টস সেই কাজের প্রেরণা পেয়েছেন৷ সেই উদ্যোগের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘‘মানুষ কীভাবে নিজেদের বাসায় থাকে, তাদের জীবনযাত্রা, সংস্কৃতি নিয়ে আমার আগ্রহ ছিল৷ যখনই কোথাও গেছি সঙ্গে নানা স্যুভেনির নিয়ে গেছি৷ এত কিছু সংগ্রহ করি বলে সব মনে নেই৷ জানতাম না একদিন সেগুলি ব্যবহার করবো৷ হ্যাঁ, আমি প্রায় সবকিছুই ব্যবহার করেছি৷''
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সংস্কৃতি
- দ্বীপ
- শান্তির দেশ