একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমলো কেজিতে ২০ টাকা
বেশ কয়েকদিন ধরে ক্রমাগত দাম বাড়ার পর এবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে ২০ টাকা, বুধবার (১৪ অক্টোবর) প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০-১৬০ টাকা বিক্রি হলেও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তা কমে ১৩০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ শুক্রবারও (১৬ অক্টোবর) একই দামে কেনাবেচা হচ্ছে।