![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/10/16/image-191384-1602827618.jpg)
কাহালুতে কোচের সাথে ভটভটির সংঘর্ষে নিহত ১
বগুড়ার কাহালুতে নওগাঁ গামী একটি কোচের সাথে মাছ বহনকারী ভটভটি মুখোমুখি সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার ভোর পৌনে ৫ টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার কালিয়ার পুকুর পেট্রল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ শহিদুল ইসলাম(৩২)।সে উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।শহিদুল পেশায় একজন রাজমিস্ত্রী।