![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgopalgonj01-20201016105957.jpg)
দ্বিগুণ দামে ৮০০ বেড ক্রয়, সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুদকে অভিযোগ
জাগো নিউজ ২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১০:৫৯
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন কর্তৃক ৮০০টি স্টিলের বেড বাজারমূল্যের প্রায় দ্বিগুণ দামে ক্রয় করা নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদকে) অভিযোগ করা হয়েছে।