You have reached your daily news limit

Please log in to continue


আনোয়ার ইব্রাহিমকে পুলিশের তলব

মালয়েশিয়ার কোন কোন আইনপ্রণেতা সমর্থন দেবেন, সেই তালিকা জানাতে বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে ডেকে পাঠিয়েছে পুলিশ। মালয়েশিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক হুজির মোহাম্মদ আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা তাঁকে সমর্থন দেবেন—এই মর্মে গত মঙ্গলবার মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন আনোয়ার ইব্রাহিম। কিন্তু ঝামেলা বাধে এরপরই। কারণ, আনোয়ারকে সমর্থন দেবেন, এমন আইনপ্রণেতার একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই তদন্তে সাহায্য করার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন