![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Oct/15/1602771374204.png&width=600&height=315&top=271)
লুকাকুর নৈপুণ্যে শীর্ষে বেলজিয়াম
রোমেলু লুকাকুর জোড়া গোলের দুরন্ত পারফরম্যান্সে আইসল্যান্ডকে হারিয়েছে বেলজিয়াম। ২-১ গোলের এ জয় দিয়ে উয়েফা ন্যাশন্স লিগের গ্রুপ এ টু'র শীর্ষে উঠে গেছে ফিফার নাম্বার ওয়ান এ দলটি।
ইন্টার মিলানের তারকা স্ট্রাইকার লুকাকু ম্যাচের দুই অর্ধেই দুটি গোল করেন। যার একটি আসে পেনাল্টি থেকে। এ নিয়ে জাতীয় দলের হয়ে করলেন ৫৫ গোল। স্বাগতিক আইসল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন বিরকির সায়েভারসন।