You have reached your daily news limit

Please log in to continue


এক মাতালের কারণেই করোনা হয়েছিল সারার

মনে রাখার মতো একটি বছরই যাচ্ছে সারা গ্লেনের। করোনায় আক্রান্ত হওয়া থেকে শুরু করে ইংল্যান্ড নারী দলের সেরা খেলোয়াড়, এরপর প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া—২০২০ সালটাকে মনে রাখতেই হবে এই লেগ স্পিনারকে। বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়ে এখন কোয়ারেন্টিনে আছেন ২১ বছর বয়সী ক্রিকেটার। অ্যাডিলেডের হোটেল কক্ষে ‘বন্দী’ সারার সন্দেহ, করোনা আক্রান্ত এক লোক ইচ্ছে করেই তাঁর শরীরে করোনাভাইরাস ছড়িয়ে দিয়েছিলেন। যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সারা। ইংল্যান্ড নারী দলের হয়ে ৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলা সারা গত এপ্রিলে আক্রান্ত হন করোনায়। ওই ধকল সামলে পুরোপুরি সুস্থ হতে তাঁকে প্রায় দুই মাস লড়াই করতে হয়েছে। সারার দাবি করোনা থেকে বাঁচতে যতটুকু সতর্ক থাকা দরকার ছিল ততটুকু সতর্কই ছিলেন তিনি। লকডাউনের সময় ডার্বিশায়ারে বাবা-মার সঙ্গে গ্রামের বাড়িতে ছিলেন তিনি। কিন্তু একদিন এক খাবারের দোকানে গিয়েই নাকি সর্বনাশটা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন