You have reached your daily news limit

Please log in to continue


শুক্রবার চালু হচ্ছে রাজশাহী-পঞ্চগড় রুটে নতুন ট্রেন ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’

রাজশাহী-পঞ্চগড় রুটে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ নামে একটি নতুন ট্রেন চালু হতে যাচ্ছে। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ট্রেনটি চালু হবে। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) মিহির কান্তি গুহ ট্রেনটির ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনার কথা জানিয়ে বলেন, পঞ্চগড়ের বাংলাবান্ধা ভারত ভ্রমণযাত্রীদের কাছে আন্তর্জাতিক চেকপোস্ট হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। এ পথেই ভারতের শৈলশহর, দার্জিলিং ও নেপালে যাওয়া সহজ এবং বেশ কাছেও। পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে বাংলাবান্ধার দূরত্ব মাত্র ৪৪০ গজ বা অধাকিলোমিটার। রেওলয়ের কর্মকর্তারা জানান, ভারত ও নেপালের সঙ্গে পণ্য পরিবহনের জন্য বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ ও সংস্কার করা হয়েছে। সেই কারণে এই প্রথম রাজশাহী থেকে সরাসরি পঞ্চগড়ের মধ্যে সরাসরি ট্রেন চালু করা সম্ভব হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন