হলোকাস্ট অস্বীকৃতির টুইটে আসছে ‘ব্যবস্থা’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ১৭:৫৮
টুইটার জানিয়েছে, এ ধরনের টুইট তাদের ‘বিদ্বেষমূলক আচরণ নীতি’র লঙ্ঘন বলে বিবেচিত হবে। টুইটারের এক মুখপাত্র এ ব্যাপারে নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে এনগ্যাজেট।
অন্যদিকে, এ সপ্তাহে আপডেট হওয়া ফেইসবুকের নীতি শুধু হলোকাস্টের ব্যাপারেই কঠোর হওয়ার কথা জানিয়েছে। আর্মেনিয়া বা রোয়ান্ডার মতো অন্য কোনো গণহত্যার পোস্টের ব্যাপারে প্ল্যাটফর্মটি ব্যবস্থা নেবে কি না, সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেনি।