থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং সেখানকার সাংবিধানিক রাজতন্ত্রে সংস্কার সাধনের দাবিতে ব্যাপক প্রতিবাদের পরিপ্রক্ষিতে প্রধানমন্ত্রী সে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ব্যাংককের গভর্ণমেন্ট হাউজে প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচার দপ্তরে হাজার হাজার বিক্ষোভকারী মিছিল করে যায় এবং তিনি ক্ষমতা ছাড়তে রাজি না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নেবার পর পরই গত রাতে থাই প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারির আদেশে সই করেন।
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং সেখানকার সাংবিধানিক রাজতন্ত্রে সংস্কার সাধনের দাবিতে ব্যাপক প্রতিবাদের পরিপ্রক্ষিতে প্রধানমন্ত্রী সে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ব্যাংককের গভর্ণমেন্ট হাউজে প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচার দপ্তরে হাজার হাজার বিক্ষোভকারী মিছিল করে যায় এবং তিনি ক্ষমতা ছাড়তে রাজি না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নেবার পর পরই গত রাতে থাই প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারির আদেশে সই করেন। জরুরি অবস্থা ঘোষণার অল্প পরেই পুলিশ লোকজনকে ছত্রভঙ্গ করে এবং যারা সেই স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানায় সে রকম কুড়ি জনেরও বেশি লোককে গ্রেপ্তার করে। এদের মধ্যে বিক্ষোভের নেতা আর্নন নামফা এবং পারিত পেঙ্গুই চিওয়ারাকও রয়েছেন। কর্তৃপক্ষ প্রতিবাদকারীদের হুশিয়ার করে দিয়েছে যে তারা যেন তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজধানীতে কোন রকম বিক্ষোভ প্রদর্শন না করে।