প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ঐক্য চায় বাংলাদেশ-ভারত
মহামারির প্রভাব বিবেচনায় রেখে এখন আঞ্চলিক সহযোগিতা জরুরি। তাই দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ঐক্য চায় বাংলাদেশ ও ভারত।
অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিশ্ব নেতাদের পরিকল্পনা জানতে ১০০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এফআইসিসিআই লিডস-২০২০ অনলাইন সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে এফবিসিসিআই-এর (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) সভাপতি শেখ ফজলে ফাহিম, ভারত সরকারের বস্ত্র, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রিপরিষদ মন্ত্রী স্মৃতি ইরানি, এফআইসিসিআই-এর প্রেসিডেন্ট ডা. সংগীতা রেড্ডি, বিশ্ব ব্যাংক, দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর জুনায়েদ আহমদ, রাষ্ট্রদূত সুনজয় সুধীর, এফএনসিসিআই-এর প্রেসিডেন্ট ভবানী রানা, ফেডারেশন অব আফগান চেম্বারস-এর চেয়ারম্যান ইসমাইল গাজানফার, শ্রীলঙ্কার জ্যাট হোল্ডিংস-এর সিইও নিশাল ফারদিন্যান্দো, টাইমস অব ইন্ডিয়ার কূটনীতিক সম্পাদক ইন্দ্রানী বাগচি, এফআইসিসিআই-এর এসজি দিলীপ চনয় এবং এফআইসিসিআই-এর সাউথ এশিয়া অ্যান্ড মাল্টিল্যাটেরালস ডিরেক্টর সুষমা নায়ার বক্তব্য রাখেন।