You have reached your daily news limit

Please log in to continue


করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্র ১০০ ভেন্টিলেটর দেবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র করোনাসহ অন্যান্য রোগের চিকিৎসাসেবা দিতে নতুন ও অত্যাধুনিক অন্তত ১০০টি ভেন্টিলেটর দেবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যান্টিলেটর ও গ্যাস এনালাইজার মেশিন হস্তান্তর সংক্রান্ত এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন । বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির ডিপার্টমেন্ট অব স্টেটের ডেপুটি সেক্রেটারি স্টেফেন এডওয়ার্ড বাইগান, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদুত আর্ল আর মিলারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে করোনা সংকট মোকাবিলায় উভয় দেশের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করা হয় এবং উভয় দেশে করোনাভাইরাসের কারণে মৃতদের আত্মার শান্তি কামনা করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন