মাঠ ও মাঠের বাইরে নানা বিতর্ক কাটিয়ে আবারও বল পায়ে ঝলসে উঠেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের তালিকায় নেইমার পেছনে ফেলেছেন ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদোকে। অনুজের কাছে রেকর্ড হারিয়ে ভীষণ খুশি 'দ্য ফেনোমেনন' খ্যাত রোনালদোর। তিনি উচ্ছসিত প্রশংসা করেছেন ২৮ বছর বয়সী নেইমারের।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, 'আমার সব ভক্তি তোমার জন্য। প্রচুর খেল, গোল বানাও, ড্রিবল কর, গোল কর। আকাশই তোমার সীমানা। উড়তে থাক খোকা! কী সুন্দর গল্পই না তুমি লিখছ। পরিপূর্ণ এবং ধীরে ধীরে আরও পরিণত হওয়া ফুটবলার। হলুদ জার্সির ওজন আর মাঠের বাইরের বিষয়গুলো যে কিছু সময় বল পায়ে রাখার চেয়েও চ্যালেঞ্জের- তা আমি জানি। আমরা কোথা থেকে এসেছি, কোথায় গিয়ে পৌঁছাব...কোনটা অসম্ভব তা আমাদের কে বলবে? নিজের সহজাত ক্ষমতার ওপর আস্থা রাখ। কারণ প্রতিভাটা তোমার, এটা কেউ কেড়ে নিতে পারবে না। সামনে আরও অনেক রেকর্ড ভাঙবে, মাইলফলক গড়বে। একজন ব্রাজিলিয়ানকে শীর্ষে দেখে গর্ব লাগছে।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.