রংপুরে সংযোগ সড়ক ভেঙে ভোগান্তি
রংপুর নগরে হোসেননগর এলাকায় সেতুর সংযোগ সড়ক ধসে ভোগান্তিতে পড়েছে স্থানীয় লোকজন। দুই সপ্তাহের বেশি সময় ধরে তাদের পাঁচ কিলোমিটার ঘুরে শহরে যেতে হচ্ছে। স্থানীয় উদ্যোগে সেতুর এক পাশে বাঁশের সাঁকো তৈরি করে হেঁটে চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর এক রাতের স্মরণকালের বর্ষণে রংপুর নগর পানিতে তলিয়ে যায়। ৪৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। আবহাওয়া অফিসের হিসাবে ৭০ বছরের বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বৃষ্টি।