![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F1e2251c7-a9d0-43b9-9ce8-a6397af6cfcc%252FMomen.png%3Frect%3D0%252C0%252C534%252C280%26overlay%3Dprothomalo-bangla%252F2020-08%252Fe9790f38-4165-41c5-9a09-ffa7e2777cf0%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
দিল্লির চোখে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র ঢাকাকে দিল্লির চোখ দেখে না। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।
পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে সফররত মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ষ্টিফেন বিগানের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। তিনি এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ষ্টিফেন বিগানের সঙ্গে আলোচনা করেন।