![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/10/online/facebook-thumbnails/sabnam-samakal-5f87f9e3a88df.jpg)
'দেবী' আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে: শবনম
সমকাল
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ১৩:২৯
বিনোদন অঙ্গনে পথচলায় প্রায় সব শিল্পীকেই বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। তারপরও অভিনয় জীবনের কোনো একটি বিশেষ কাজ তার গতিপথ পরিবর্তন করে দেয়। মানুষের চলার পথেও এমন কিছু ঘটনা আছে, যা যাপিত জীবনে মোড় ঘুরিয়ে দেয়।
ব্যক্তিজীবনের পেছনে ফিরে তাকালে মনে পড়ে ২০১৩ সালের ভালোবাসা দিবসে প্রচার হওয়া আদনান আল রাজীবের টেলিছবি 'অলটাইম দৌড়ের ওপর' প্রচার হয়। সে সময় এই টেলিছবিতে আমার অভিনয় অনেক আলোচিত হয়েছিল।