![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fa104a3bd-064d-43b4-8c8a-23e06f15e765%252FUntitled_1.jpg%3Frect%3D0%252C17%252C425%252C223%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
বইয়ে ‘হ-তে হাত ধোয়া’ অন্তর্ভুক্তির আহ্বান
প্রথম আলো
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ১১:০০
করোনা মহামারির পরিপ্রেক্ষিতে ও দীর্ঘ মেয়াদে সচেতনতা গড়ে তোলার অংশ হিসেবে শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস জোরদার করতে পাঠ্যপুস্তকে ‘হ-তে হাত ধোয়া’, ‘এইচ ফর হ্যান্ডওয়াশিং’ অন্তর্ভুক্তির পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ‘হ-হাত ধোয়া, সুরক্ষিত হাতে সুরক্ষিত দেশ’ শীর্ষক এক ওয়েবিনারে এ অভিমত বা পরামর্শ দেন বিশেষজ্ঞরা।