![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/10/15/og/071553_bangladesh_pratidin_nagarnu-bdp.png)
নাগোরনো-কারাবাখ নিয়ে তুরস্কের সঙ্গে একমত নয় রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংকট ও সংঘাতের ব্যাপারে তুরস্কের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নয়।
তিনি বুধবার মস্কোয় এক বক্তব্যে বলেন, কারাবাখ অঞ্চল পরিস্থিতি এবং এই অঞ্চলে তুরস্কের ভূমিকার ব্যাপারে আঙ্কারা যে নীতি-অবস্থান নিয়েছে তার সঙ্গে আমরা একমত নই।