![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F0ef41ead-c234-4a17-bfb1-494cf095c00b%252Fprothomalo_import_media_2018_01_10_f88e8757801013ab86d34e1009cc0d79_5a55b0be87021.png%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের নির্দেশ
টাঙ্গাইলে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে ধর্ষণের দায়ে আজ বুধবার এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই যুবককে ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দণ্ড পাওয়া যুবক মো. নাজমুল। তিনি নাগরপুর উপজেলার ভাতুরা গ্রামের বাসিন্দা। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন তাঁর বিরুদ্ধে এ রায় দেন।