খেলাপি ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

ডেইলি স্টার জাতীয় সংসদ ভবন প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০, ২১:২৪

ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে খেলাপি ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে এক বৈঠকে এ সুপারিশ করা হয়।

এছাড়াও রিজার্ভ চুরি ও মুদ্রা পাচার রোধে যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিরোধকল্পে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর প্রতি তদারকি জোরদার করতে সুপারিশ করা হয়েছে।

বৈঠকে সংসদে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের দেওয়া প্রতিশ্রুতিগুলো যথাসময়ে বাস্তবায়ন করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। এ ছাড়া, উপজেলা পর্যায়ে ও গ্রোথ সেন্টার লেভেলে রাজস্ব আয় বাড়াতে দক্ষ জনবল বৃদ্ধিসহ শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও