রাজ্য বন্ধ হবে সরকারি সাহায্যপ্রাপ্ত সব মাদ্রাসা, কোরান শিক্ষায় আপত্তি শিক্ষামন্ত্রীর
সরকারের টাকায় আর কোরান শিক্ষা নয়, বন্ধ করে দেওয়া হবে সরকার সব পরিচালিত মাদ্রাসা। দিনকয়েক আগে এমনই মন্তব্য করেছিলেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার আবার ওই বিষয়ে সরব হলেন তিনি। হিমন্তের কথায়, 'সরকারের টাকায় যদি কোরান শিক্ষা দিতে হয়, তাহলে বাইবেল ও ভগবত গীতাও শিক্ষা দেওয়া উচিৎ। তাই আমরা ঠিক করেছি, সরকারি টাকায় ওইসব ধর্মশিক্ষা দেওয়া বন্ধ করে দেওয়া হবে।'
একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদনে অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'সরকারি অর্থে কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না। নভেম্বরেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকার।' তবে, বেসরকারি মাদ্রাসার ক্ষেত্রে অসম সরকারের কোনও আপত্তি নেই বলেই মন্তব্য করেছিলেন অসমের শিক্ষামন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.