৫৮৫টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে বারি’র বিজ্ঞানীরা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) বর্তমানে ২১১টি ফসল নিয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ১৩১টি ফসলের হাইব্রিডসহ ৫৮৫টি উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং ৫৫১টি অন্যান্য উৎপাদন প্রযুক্তিসহ মোট ১ হাজার ১৩৬টি প্রযুক্তি উদ্ভাবন করেছেন বারি’র বিজ্ঞানীরা। এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, গম, সবজি, মসলা এবং ফল ফসলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
বুধবার বারি’র কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২০’র উদ্বোধনী অনুষ্ঠাণে এসব তথ্য জানানো হয়েছে। গাজীপুর মহানগরীতে বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে ৫ দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্ম অনলাইনে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন।