![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fpolitics%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmanna-20201014171816.jpg)
এই দিন দিন নয় আরও দিন আছে, সরকারকে মান্না
দেশজুড়ে ধর্ষণ-নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি ধর্ষণে অভিযুক্তদের আওয়ামী লীগ থেকে বের করে দেয়ারও পরামর্শ দিয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে ‘ধর্ষণ ও খুনের মূল হোতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক মানববন্ধনে’ মান্না এ পরামর্শ দেন।