‘ব্যস্ত’ অমিত শাহ, শিলিগুড়ি সফর বাতিল, ১৯ তারিখ আসছেন নড্ডা
আসছেন না অমিত শাহ। পুজোর আগেই শিলিগুড়িতে বড়সড় সাংগঠনিক বৈঠক করার কথা ছিল বিজেপির অন্যতম সর্বোচ্চ নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের। কিন্তু বৈঠকের প্রস্তাবিত নির্ঘণ্টের দিন তিনেক আগে অমিতের মন্ত্রক রাজ্য বিজেপি-কে জানিয়ে দিল, আপাতত তাঁর বঙ্গ সফর হচ্ছে না। তবে অমিত আসতে পারছেন না বলে বৈঠক বাতিল হচ্ছে না। কর্মসূচি দিন দুয়েক পিছিয়ে দিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা আসছেন শিলিগুড়িতে।
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বসতে চাওয়ার ইচ্ছা অমিত নিজেই প্রকাশ করেছিলেন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বঙ্গ বিজেপির শীর্ষনেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক হয় দলের কেন্দ্রীয় নেতাদের। তখনই স্থির হয়েছিল যে, পুজোর আগে একবার অন্তত বাংলা সফর করবেন অমিত। কিন্তু চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তা করার সময় অমিত পাননি। ১৭ বা ১৮ অক্টোবর তিনি শিলিগুড়িতে বৈঠক করবেন বলে মৌখিক ভাবে বঙ্গ বিজেপি-কে জানানো হয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন দলের রাজ্য নেতারা। কিন্তু বুধবার জানা গিয়েছে যে, অমিত শাহ আপাতত বাংলায় আসতে পারছেন না।