![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/ramdeb-2010140955.jpg)
হাতির পিঠে যোগাসন থেকে পড়লেন রামদেব, ভিডিও ভাইরাল
উপমহাদেশের প্রখ্যাত যোগগুরু বাবা রামদেব। ব্যতিক্রমী আয়োজনে শিষ্যদের যোগব্যায়াম শেখাতে তিনি উঠেছিলেন সুসজ্জিত হাতির পিঠের ওপর। কিন্তু আচমকা হাতির পিঠে যোগ আসন থেকে পড়ে যান রামদেব। আর সেই পড়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে পড়ে।