![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fafaf0f08-16cd-4a88-b778-9037dd732996%252Fprothomalo_bangla_2020_09_a51bb7a3_04e7_4f94_896a_cad68f04eb68_prothomalo_Hilsha.jpg%3Fw%3D700%26auto%3Dformat%252Ccompress)
ইলিশ ধরা ২২ দিন বন্ধ
প্রথম আলো
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০, ০৮:৫৫
মা ইলিশের প্রজনন নিরাপদ করার লক্ষ্যে টানা ২২ দিন সাগর, নদ–নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ হয়। নিষেধাজ্ঞার এই সময় ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।
নিষেধাজ্ঞাকালীন সরকারের পক্ষ থেকে জেলেপ্রতি ২০ কেজি করে সরকারি সহায়তার চাল বরাদ্দ দেওয়া হবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোর নজরদারি থাকবে প্রশাসনের।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইলিশ ধরা নিষেধ
- ইলিশ মাছ
- ইলিশ ধরা