১৭ বছর আগের পৌনে ৬ হাজার টাকা  চুরির অভিযোগে চাকরিচ্যুত

ইত্তেফাক চুয়াডাঙ্গা প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০, ০৮:০১

রেড ক্রিসেন্ট সোসাইটির চাকরিচ্যুত অফিস সহকারী কামাল উদ্দিনের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। চাকরি নেই, তার ওপর স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা চালাতে গিয়ে আজ দুইটি সন্তানকে নিয়ে পথে বসেছেন। অর্থাভাবে স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুইটি সন্তানের পড়াশুনা বন্ধ, মুখের ভাতও জোটাতে পারছেন না। কেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে-এমন প্রশ্নের জবাবে কামাল উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না টানানোর প্রতিবাদ করায় রেড ক্রিসেন্ট সোসাইটি তাকে অফিস সহকারীর পদ থেকে চাকরিচ্যুত করেছে।

এর পাশাপাশি বিগত জোট সরকারের আমলে ২০০৩ সালে তার বিরুদ্ধে ৫ হাজার ৭৭৮ টাকা চুরির অভিযোগ এনে চাকরিচ্যুত করা হয়। ২০০৯ সালে তদন্ত রিপোর্টে তার বিরুদ্ধে চুরির অভিযোগের সত্যতা পায়নি। পরে তাকে নতুন করে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে রেডক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না টানানোর প্রতিবাদ করলে তার ওপর বিগত জোট সরকারের মিথ্যা চুরির অভিযোগ এনে আবারও চাকরিচ্যুত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও