![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-78644768,imgsize-240288/pic.jpg)
২০ অক্টোবর থেকে ৩৯২ উত্সব স্পেশ্যাল ট্রেন চালাবে ভারতীয় রেল
সামনের উত্সব মরশুম মাথায় রেখে ৩৯২টি স্পেশ্যাল ট্রেন চালানোর কথা মঙ্গলবার ঘোষণা করল ভারতীয় রেল কর্তৃপক্ষ। এর মধ্যে বাংলার জন্যও রয়েছে ২৮ জোড়া ট্রেন। বিশেষ ট্রেনগুলির হারেই এর ভাড়া প্রযোজ্য হবে।