You have reached your daily news limit

Please log in to continue


করোনা বিধি ভাঙায় ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীর জরিমানা

সেল্ফ আইসোলেশনের নিয়ম ভেঙে বন্ধুবান্ধব নিয়ে ঘরোয়া পার্টির আয়োজন করায় নরউইচের ইস্ট এংলিয়া ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীকে ১০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়েছে। পার্টির আয়োজক এবং অংশ নেয়া কয়েকজনের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় তাদের সেল্ফ আইসোলেশনে থাকতে বলা হয়। কিন্তু তারা স্বাস্থ্যবিধি ভেঙে রবিরার রাতে প্রায় ১০০জনের উপস্থিতিতে ঘরোয়া পার্টির আয়োজন করায় তিনজনকে পৃথকভাবে জরিমানা করা হয়। জরিমানা প্রাপ্তদের ১৯ বছর বয়সী একজন পুরুষ এবং ২০ বছর বয়সী দুজন নারী শিক্ষার্থী রয়েছেন। ইস্ট এংলিয়া ইউনিভার্সিটিতে গত শুক্রবার ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৪৭ জন ক্যাম্পাসে এবং ২৬ জন ক্যাম্পাসের বাইরে সেল্ফ আইসোলেশনে ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন