বোমাই মজুত ছিল বেলেঘাটার ক্লাবে, বিস্ফোরণের ঘটনায় নজর এনআইএ-র
বোমা বা বোমা তৈরির মালমশলাই মজুত ছিল ক্লাবঘরের ভিতরে। সেখান থেকেই বিস্ফোরণ। মঙ্গলবার সকালে বেলেঘাটার গাঁধীভবন সংলগ্ন ক্লাবের তিনতলার ঘরে বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করে এমনটাই জানালেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা। যদিও তাঁদের বক্তব্য খারিজ করে দিয়ে ক্লাবসদস্যেরা পাল্টা দাবি করেছেন, বাইকে করে দুষ্কৃতীরা এসে ক্লাব লক্ষ্য করে বোমা ছুড়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বোমা তৈরি
- কারখানা