সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সমাজে নানা ধরনের অবক্ষয়ের চিত্র প্রকট আকার ধারণ করছে। এসব অবক্ষয় রোধ ও বিশৃঙ্খলা হ্রাসে সবার ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত।
মঙ্গলবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি বাঙালির হাজার বছরের ঐতিহ্য। হিন্দু ধর্মাবলম্বীরা সংখালঘিষ্ঠ। সমাজের সবাইকে তাদের পূজা-পার্বণে সহযোগিতা করতে হবে। তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর হবে।
এ সময় তিনি করোনাকালীন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে পূজা উদযাপনের আহ্বান জানান।
পরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৮৬টি ও আদিতমারী উপজেলার ১১০টি পূজামণ্ডপে সরকার ও সমাজকল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেয়া হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.