বিশৃঙ্খলা হ্রাসে ধর্মীয় অনুশাসন মানতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সমাজে নানা ধরনের অবক্ষয়ের চিত্র প্রকট আকার ধারণ করছে। এসব অবক্ষয় রোধ ও বিশৃঙ্খলা হ্রাসে সবার ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত।
মঙ্গলবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি বাঙালির হাজার বছরের ঐতিহ্য। হিন্দু ধর্মাবলম্বীরা সংখালঘিষ্ঠ। সমাজের সবাইকে তাদের পূজা-পার্বণে সহযোগিতা করতে হবে। তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর হবে।
এ সময় তিনি করোনাকালীন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে পূজা উদযাপনের আহ্বান জানান।
পরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৮৬টি ও আদিতমারী উপজেলার ১১০টি পূজামণ্ডপে সরকার ও সমাজকল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেয়া হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।