বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা

বিডি নিউজ ২৪ ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ১৯:৫০

পৌনে ছয় কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমের বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। ভ্যাট গোয়েন্দা ও নিরীক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, মঙ্গলবার ঢাকার দক্ষিণ কর কমিশনারেটে ওই মামলা করা হয়।

“ভ্যাট গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে ভ্যাট আদায় করলেও তা যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দেয়নি। দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি।”

অ্যাডকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী ২০০৭-২০০৮ মেয়াদে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

অভিযোগের বিষয়ে এক লিখিত বিবৃতিতে অ্যাডকম বলেছে, তারা সবসময় ‘স্বচ্ছতার ভিত্তিতে’ আর্থিক লেনদেন পরিচালনা করে এসেছে। এরপরও যদি কোনো বিচ্যুতি থাকে, সে বিষয়ে ‘দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা’ নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও