বিরোধীদের ‘ডাকাতদল’ বলে সমাবেশের অনুমতি দিলেন ইমরান
সরকারবিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টকে (পিডিএম) আগামী ১৬ অক্টোবর পাঞ্জাবের গুজরানওয়ালা শহরে সমাবেশ করার অনুমতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের ‘দ্য ডন’ অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সমাবেশের অনুমতি দিয়ে গতকাল সোমবার ইমরান খান বলেন, বিরোধীরা কতটা শক্তিশালী, তা পাকিস্তানের জনগণই বিচার করবে।
১১ অক্টোবর কোয়েটায় পিডিএমের প্রথম সরকারবিরোধী জনসভার কর্মসূচি ছিল। কিন্তু নিরাপত্তার কারণে সেই কর্মসূচি বাদ দেওয়া হয়।
পরে প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল–এন) ১৬ অক্টোবর গুজরানওয়ালায় ও ১৮ অক্টোবর করাচিতে পৃথক সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তা–ও সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় বিরোধী জোট পিডিএম শেষ পর্যন্ত ১৬ অক্টোবর গুজরানওয়ালায় একটি মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.