কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাবিতে শিক্ষকদের ধর্ষণবিরোধী মানববন্ধন

আরটিভি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ১৮:১৯

‘ধর্ষণের সকল ঘটনার দ্রুত ও কার্যকর বিচার চাই এবং ধর্ষকসহ নারী-নিপীড়কদের সামাজিকভাবে প্রতিরোধ চাই' এই স্লোগানে ধর্ষণসহ নারীর প্রতি সকল নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী বলেন, ধর্ষণ সমাজের সর্বস্তরে এক মহামারীর রূপ ধারণ করেছে। সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে একজন গৃহবধূকে নিজ বাড়িতে বিবস্ত্র করে ভিডিও ধারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ, ফেনীতে মাদ্রাসাছাত্রী নুসরাতকে ধর্ষণে ব্যর্থ হয়ে অধ্যক্ষের নির্দেশে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় বলে গণমাধ্যমের খবরে এসেছে। এর আগে কুমিল্লায় তনু নামে এক তরুণীকে সেনানিবাস এলাকায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমরা সরকারের কাছে নারী-নিপীড়নের প্রতিটি ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও